ঢাকা-রংপুর মহাসড়ক

ঈদযাত্রায় বগুড়ার যেসব স্থানে যানজটের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১১:২৯ এএম, ০১ এপ্রিল ২০২৪
মহাসড়কের সার্বিক অবস্থা পরিদর্শনে বগুড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার

ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া অংশে ঈদে যান চলাচল নির্বিঘ্ন করতে চারটি পয়েন্টে পুলিশের কন্ট্রোলরুম বসানো হবে৷ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব, জেলা ও হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করবে৷

রোববার (৩১ মার্চ) জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী মহাসড়কের শেরপুরের চান্দাইকোনা থেকে শিবগঞ্জের মোকামতলা পর্যন্ত সার্বিক অবস্থা পরিদর্শন শেষে এ কথা জানান।

এছাড়া ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া অংশে ঈদযাত্রায় যানজট তৈরি হতে পারে এমন ১০টি স্থান চিহ্নিত করা হয়েছে৷ স্থানগুলো হলো, শেরপুর উপজেলার মির্জাপুর ওভারপাস, ছোনকা বাজার, ঘোগা বটতলা, ঘোগা ব্রিজ, ফুড ভিলেজ ও পেন্টাগন হোটেল এলাকা, শাজাহানপুর উপজেলার বনানী লিচুতলা, সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মাটিডালী বিমান মোড় ও শিবগঞ্জের মোকামতলা এলাকা৷ এই স্থানগুলোতে পুলিশ ও র্যাবের যৌথদল কাজ করবে।

এছাড়াও মোকামতলা বন্দর, মাটিডালি বিমান মোড়, বনানী লিচুতলা মোড় ও ধুনট মোড়ে পুলিশ কন্ট্রোলরুম রাখা হবে৷

বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, এ বছর মহাসড়কের অবস্থা খুবই ভালো। ঈদযাত্রায় মানুষের নিরাপদে ঘরে ফেরা ও নিশ্চিন্তে যাতায়াতে মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ২৪ ঘণ্টা পুলিশ থাকবে।

বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, মহাসড়কে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে সকল তথ্য সড়ক বিভাগ কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ সেগুলো আগামী ৪ মার্চের মধ্যে সংস্কার করে দেওয়ার কথা দিয়েছে। ঘরমুখী মানুষদের যাতে কোনোভাবে দুর্ভোগ পোহাতে না হয় তা নিয়ে কাজ চলমান আছে৷

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।