ফেসবুকে হা হা রিঅ্যাক্ট

ভৈরবে সংঘর্ষের ঘটনায় কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ০২ এপ্রিল ২০২৪

কিশোরগঞ্জের ভৈরবে ফেসবুকে হা হা রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িত অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে ভৈরব কমলপুর বাসস্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-১৪ এর (সিপিসি-২) ভৈরব ক্যাম্প।

গ্রেফতাররা হলেন কমলপুর মুসলিমের মোড় এলাকার মৃত নুরুল হকের ছেলে নয়ন মিয়া (৩০), কমলপুর মধ্যপাড়ার মোহাম্মদ আলীর ছেলে আরিয়ান ইসলাম (১৯), সরকার বাড়ির ফারুক সরকারের ছেলে জিহাদ সরকার (১৯), মহিবুল্লাহ সরকারের ছেলে হেদায়েত উল্লাহ (১৯), মানিকদি গ্রামের রিপন মিয়ার ছেলে সৌরভ আহম্মেদ (২৪) ও বাঁশগাড়ি গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে আবির হাসান (২২)।

আরও পড়ুন:

র‌্যাব সূত্রে জানা যায়, ফেসবুকে হা হা রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ভৈরব শহরের কমলপুর লোকাল বাসস্ট্যান্ডে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে সংঘর্ষ বেধে যায়। এসময় কিমোর গ্যাং সদস্যরা ব্যবসায়ীদের দোকানপাট ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এসময় ইট-পাটকেলের আঘাতে কয়েক পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আট রাউন্ড গুলি বর্ষণ করে পুলিশ।

পুলিশের গুলি বর্ষণের পর এলাকার পরিবেশ আরও উত্তপ্ত হয়। খবর পেয়ে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প ঘটনাস্থলে যায়। পরে তল্লাশি চালিয়ে কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে আটেক করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

এ বিষয়ে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট ফাহিম ফয়সাল জানান, আটক ছয়জনের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। এ ঘটনায় বাকি আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

রাজীবুল হাসান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।