কিশোরগঞ্জে ট্রেনের অগ্রিম টিকিটসহ দুই কালোবাজারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ০৩ এপ্রিল ২০২৪

কিশোরগঞ্জে ট্রেনের ১১টি অগ্রিম টিকিটসহ দুই কালোবাজারিকে আটক করেছে র‌্যাব। বুধবার (৩ এপ্রিল) দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন ও কটিয়াদীর গচিহাটা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কটিয়াদী উপজেলার ফুলবাড়িয়া এলাকার মো. কাছুম আলীর ছেলে মো. রহমত উল্লাহ (২৯) ও একই উপজেলার সহশ্রাম এলাকার কাজল ভূঁইয়ার ছেলে মো. মোখলেছ ভূঁইয়া (২০)।

র‌্যাবের কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মো. আশরাফুল কবির জানান, ঈদকে সামনে রেখে একটি চক্র স্টেশনের আশপাশের এলাকায় অনলাইন ও কাউন্টার থেকে টিকিট কিনে মজুদ করে রাখেন। পরে সেগুলো চড়ামূল্যে বিক্রি করতেন। বুধবার অভিযান চালিয়ে ৪২ আসনের ১১টি অগ্রিম টিকিটসহ দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে টিকিট বিক্রির নগদ ৪ হাজার ৫০০ ও তিনটি মোবাইল উদ্ধার করা হয়।

এসকে রাসেল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।