ঠাকুরগাঁওয়ে পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পুলিশ হেফাজতে আকরাম আলী (৪০) নামে এক যুবদলের নেতার মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
সোমবার (৮ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহনুজ্জামান বলেন, মূলত মৃত অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছিল। তবে ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না কী কারণে মৃত্যু হয়েছে।
আকরাম হোসেন হরিপুর উপজেলার হাটপুকুর গ্রামের আব্দুল তোয়াব আলীর একমাত্র ছেলে। তিনি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
আকরাম আলীর চাচাতো ভাই সেখ সাদী বলেন, ‘আমার চাচাতো ভাইকে গতকাল রাত ৯টার দিকে সন্দেহমূলকভাবে তুলে নিয়ে আসে। রাত ১১টার দিকে আমরা দেখা করতে গেলে অল্প সময়ের জন্য দেখা হয়। আমি তাকে কিছু ওষুধ দিয়ে যাই। তিনি ডায়াবেটিসের রোগী। কী কারণে মারা গেছে এখন পর্যন্ত আমরা কিছুই জানি না।’
জানতে চাইলে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, আকরাম আলীকে মাদক মামলায় গ্রেফতার করা হয়। আদালতে নেওয়ার পথে তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন। তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে জানান, হৃদরোগে তার মৃত্যু হয়েছে।
তবে আকরাম আলীর নামে কোনো মাদক মামলা ছিল না। এমনকি তিনি মাদক সেবনও করতেন না বলে দাবি করেন তার চাচাতো ভাই সেখ সাদী।
তানভীর হাসান তানু/এসআর/এমএস