পাঁচ টাকায় ঈদের পোশাক পেলো দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ০৯ এপ্রিল ২০২৪

মাত্র পাঁচ টাকায় ঈদের নতুন পোশাক। কল্পনায় নয়, বাস্তবেই এমন ব্যতিক্রম উৎসবের আয়োজন করেছে স্বপ্নতরু নামে চাঁদপুরের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ এলাকায় দুই শতাধিক শিশুকে পাঁচ টাকার বিনিময়ে পছন্দমতো ঈদের জামা কিনতে পেরেছেন। এছাড়াও ঈদ আনন্দ উদযাপন করতে এ দরিদ্র শিশুদের হাতে মেহেদি রংয়ে রাঙিয়ে দিয়েছে সংগঠনের সদস্যরা।

পাঁচ টাকায় ঈদের পোশাক দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু

স্বপ্নতরু সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মিশু সানজিদা বলেন, হতদরিদ্র পরিবারের শিশুরা যেন আর্থিক সংকটে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য আমাদের এ উদ্যোগ। নিজ নিজ ক্ষেত্র থেকে সবার এগিয়ে আসা উচিত। তাহলে একটি মানুষও আনন্দহীন থাকবে না।

সংগঠনটির সভাপতি গিয়াসউদ্দিন বলেন, আমরা চেয়েছি যাতে সুবিধাবঞ্চিত শিশুরা নতুন পোশাক পড়তে পারে। তাদের সন্তানদের পাঁচ টাকায় ঈদের পোশাক দিতে পারে আমরাও খুশি। আমরা আমাদের সামর্থের মধ্যে চেষ্টা করছি। প্রতি বছর আমরা এ উৎসবটি পালন করি। ভবিষ্যতে যাতে আমরা করতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই।

পাঁচ টাকায় ঈদের পোশাক দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফুল ইসলাম বলেন, স্বপ্নতরু সব সময় একটু ব্যতিক্রম কাজ করার চেষ্টা করে। ঈদ মানেই স্পেশাল কিছু। তাই সবার সাথে আনন্দটুকু ভাগাভাগি করতেই তাদের জন্য নতুন পোশাক দেয়া। তারা কোনো দানে নয়, টাকার বিনিময়ে পোশাক কিনেছে। সমাজের প্রতিটি শিশু যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, তার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

এ সময় সংগঠনের সিনিয়র সদস্য মামুনুর রহমান, জুবায়ের আলম, কাউসার আলম, রিয়াজ শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।