জামালপুর

আতশবাজি-সাউন্ডবক্স বাজানোর ওপর নিষেধাজ্ঞা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১০ এপ্রিল ২০২৪

ঈদুল ফিতর ও পহেলা বৈশাখে জামালপুরে সাউন্ডবক্স ও আতশবাজি ফাটানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন জেলা প্রশাসন।

মঙ্গলবার (৯ এপ্রিল) জেলা প্রশাসক শফিউর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখে জামালপুরে সাউন্ডবক্স, ডেক্সসেট বাজানো ও পটকা বা আতশবাজি ফাটানোসহ এসব ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। উক্ত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণবিজ্ঞপ্তির বিষয়ে জেলা প্রশাসক শফিউর রহমান মুঠোফোনে জাগো নিউজকে নিশ্চিত করেন।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।