মুজিবনগরে ৮টি ককটেল উদ্ধার


প্রকাশিত: ০৫:১৩ এএম, ১৮ এপ্রিল ২০১৬

মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৮টি ককটেল বোমা উদ্ধার করছে মুজিবনগর থানা পুলিশ। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ককটেল বোমাগুলো উদ্ধার করা হয়।

Meherpur-koktel

মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান, পুরন্দপুর গ্রামের একদল কৃষক কাজের উদ্দেশ্যে মাঠে যাচ্ছিলেন। তারা কবরস্থানের কাছে পৌঁছালে লাল ও কালো টেপ দিয়ে জড়ানো কয়েকটি বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাল টেপ দিয়ে মোড়ানো ৫টি ও কালো টেপ দিয়ে মোড়ানো ৩টি ককটেল বোমা উদ্ধার করে। কি উদ্দেশ্যে কারা বোমাগুলে সেখানে রেখে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আতিকুর রহমান টিটু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।