কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত


প্রকাশিত: ০৫:৩৪ এএম, ১৮ এপ্রিল ২০১৬

কুড়িগ্রাম-রংপুর সড়কের আগমনি বাজারের কাছে সড়ক দুর্ঘটনায় হাছেন আলী (৫৫) নামে এক মটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় এক মেম্বার প্রার্থী আমিনুল ইসলাম (৩৫) আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি নাইটকোচ বাংটুর ঘাটগামী মোটরসাইকেলটিকে পিছন থেকে চাপা দিলে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত ঐ রাস্তায় সকল প্রকার যানচলাচল বন্ধ ছিল।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে পরস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গুরুতর আহতাবস্থায় আমিনুলকে প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাজমুল হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।