লাশ হয়ে ফিরলেন শান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:৪৩ এএম, ২০ এপ্রিল ২০২৪
দুর্ঘটনায় নিহত শাকিল হক শান্ত

তিন বন্ধু প্রাইভেটকারে ফেনীর সোনাগাজী উপজেলার মুহুরী সেচ প্রকল্প এলাকায় বেড়াতে যাওয়ার পথে সোনাগাজীর ডাকবাংলো এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলেই শাকিল হক শান্ত (২৫) নিহত হন। এ সময় আহত হন অপর দুই বন্ধু।

নিহত শাকিল ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের মেডিস্ক্যান গলির কচি ভিলার সিরাজ মিয়ার ছেলে। সে ফেনী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তাদের গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজীতে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শাকিল হক শান্ত তার তিন বন্ধুসহ ফেনী থেকে সোনাগাজী যাওয়ার পথে পুরাতন রাস্তার মাথা ডাক বাংলো নামক স্থানে একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে ধুমড়ে-মুচড়ে সড়কের পাশে পড়ে যায়। আহতদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। নিহত শাকিল সিরাজ মিয়ার একমাত্র ছেলে।

এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনার খবর পেয়ে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও কাউন্সিলর আমির হোসেন বাহার দ্রুত শান্তদের বাড়িতে ছুটে যান। পরিবার ও স্বজনদের সান্ত্বনা দেন। একমাত্র ছেলের আকস্মিক মৃত্যুতে সিরাজ মিয়া শোকে বার বার জ্ঞান হারাচ্ছেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় পলাশ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি পুলিশ উদ্ধার করেছে।

আবদুল্লাহ আল-মামুন/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।