চাঁদপুরে মেঘনায় যাত্রীবাহী লঞ্চে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০১:০৫ পিএম, ২০ এপ্রিল ২০২৪

চাঁদপুরে মেঘনা নদীতে ঢাকাগামী কর্ণফুলী-৩ লঞ্চের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২০ এপ্রিল) বেলা সোয়া ১১টায় চাঁদপুরের হরিণা ফেরিঘাটের কাছাকাছি মাঝেরচর নামক স্থানে ভোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কর্ণফুলী-৩ লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

চাঁদপুরে মেঘনায় যাত্রীবাহী লঞ্চে আগুন

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক শাহাদাত হোসেন বলেন, আগুন লাগার পর লঞ্চটি দ্রুত চরে ভিড়িয়ে দেওয়া হয়। কর্ণফুলী-৩ এর যাত্রীদের কর্ণফুলী-৪ লঞ্চের মাধ্যমে ফেরত আনা হচ্ছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। কর্ণফুলী-৪ লঞ্চের মাস্টার মোবারক হোসেন আমাকে নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসসহ আমাদের তদন্ত টিম কাজ করছে। কিভাবে লঞ্চে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। কতজন আহত হয়েছে, তা জানা নেই। বিস্তারিত পরে জানানো হবে।

শরীফুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।