রৌমারী সীমান্তে বাংলাদেশি নিহত : বিএসএফের দুঃখ প্রকাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১৮ এপ্রিল ২০১৬

কুড়িগ্রামের রৌমারীতে বিএসএফের গুলিতে মনসের আলী (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার ভোররাতে ভারত থেকে গরু আনতে গিয়ে তিনি নিহত হন।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মোল্লার চর বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে দুপুর আড়াইটায় আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬৩এর ৪এস এর কাছে নো-ম্যান্স ল্যান্ডে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির জামালপুরস্থ ৬নং ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল রাকিবুল হাসান রফিক এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের পানবাড়ীস্থ ৫৭ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার শ্রী রাজা পাল।

জামালপুরস্থ ৬নং ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল রাকিবুল হাসান রফিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আধাঘণ্টা স্থায়ী পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে। তারা প্রতিশ্রুতি দেয় আগামীতে এরকম ঘটনা আর ঘটবে না। এছাড়া সীমান্ত এলাকায় চোরাচালান ও পাচার বন্ধে যৌথ টহল দল পরিচালনার ব্যাপারে ঐক্যমত পোষণ করে উভয়পক্ষ।
 
রৌমারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, বামনার চর গ্রামের বাসিন্দা মৃত ছোরমান পাগলার ছেলে মনসের আলীসহ একদল রাখাল ভারতীয় সীমান্তে গরু আনতে যায় গভীর রাতে। বেহুলার চর সীমান্তের ১০৬১ আর্ন্তজাতিক পিলারের কাছে গেলে ভারতের ঝালোয়রচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় মনসের আলী। এসময় তার সঙ্গী অপর গরু ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক ডা. অলক কুমার সরকার তাকে মৃত ঘোষণা করে।

নিহত মনসের আলীর স্ত্রী রাবেয়া খাতুন জানান, তার ৯ বছরের ছেলে আর ৫ বছর বয়সী এক মেয়ে রয়েছে। দিনমজুর এ পরিবারটি এখন কি ভাবে চলবে এই চিন্তায় তিনি অস্থির।
 
ডা. অলক কুমার সরকার জানান, মনসেরের বুকের ডান পাশে গুলি বিদ্ধ হয়। গুলিবিদ্ধ স্থান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

রৌমারী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এবিএম সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মনসের আলীর লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নাজমুল/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।