নড়াইলে মাদক মামলায় দুই কারবারির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ২৩ এপ্রিল ২০২৪

নড়াইলে মাদক মামলায় দুই কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মাদ সাইফুল আলম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সাদ্দাম দালাল (৩৩) ও মো. রানা হোসেন (২৯)। সাদ্দাম দালাল সাতক্ষীরা সদর উপজেলার হাজিপুর গ্রামের মমিন দালালের ছেলে ও রানা হোসেন একই গ্রামের ইয়াসিন দালালের ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর সিদ্দিকী জানান, ২০১২ সালের ৯ মে সকাল সাড়ে ১০টার দিকে সাদ্দামের কাছে থাকা ব্যাগ থেকে ৪০ বোতল ও রানার কাছে থাকা বাক্স থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়। পরে সাদ্দাম দালাল ও রানা হোসেনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ছয়জনের সাক্ষ্যপ্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ আদেশ দেন।

হাফিজুল নিলু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।