মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ২৪ এপ্রিল ২০২৪
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে হায়দার আলী ওরফে মোয়াজ্জেম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্টাইব্যুনালের বিচারক নরেশ চন্দ্র সরকার।

দণ্ডপ্রাপ্ত হায়দার আলী জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া-দেবীনগরের মৃত রুস্তম আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৬ জুন ভোরে হায়দার আলী তার নিজের ১৪ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেন। ঘটনার পরদিন বিষয়টি জানাজানি হলে তার স্ত্রী শিবগঞ্জ থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০১৮ সালের ৩১ জুন থানার উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার দাস তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

আদলতের পিপি নাজমুল আজম জাগো নিউজকে জানান, নিজের মেয়েকে ধর্ষণের অপরাধে হায়দার আলী ওরফে মোয়াজ্জেম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করা হয়।

সোহান মাহমুদ/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।