চোখে টর্চ লাইটের আলো পড়ায় বৃদ্ধকে পেটালো কিশোর গ্যাংয়ের সদস্যরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:১৫ এএম, ২৫ এপ্রিল ২০২৪

টর্চ লাইটের আলো চোখে পড়াকে কেন্দ্র করে আবদুল মান্নান (৭৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। বুধবার (২৪ এপ্রিল) রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের আবদুল নবী গ্রামের মিজি বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বৃদ্ধ আবদুল মান্নান টর্চ লাইট জ্বালিয়ে মসজিদে এশার নামাজ পড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে একই বাড়ির ফকির আহাম্মদের ছেলে মো. ফাহাদ বড় মিয়ার চোখে টর্চের আলো পড়লে সে ও তার সঙ্গে থাকা কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে বেদম মারধর ও রক্তাক্ত জখম করে। বৃদ্ধের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে কিশোর গ্যাং সদস্যরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য কোরাইশ মুন্সি বাজারে ও পরবর্তীতে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বৃদ্ধ আবদুল মান্নানের বড় ছেলে প্রবাসী ইমাম উদ্দিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার বাবাকে বেদম মারধরের ঘটনায় তারা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

অভিযোগের বিষয়ে জানতে মো. ফাহাদ বড় মিয়ার মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

কোরাইশমুন্সী পুলিশ ফাঁড়ির এসআই মো. আরিফ বৃদ্ধকে মারধরের ঘটনা শোনেননি বলে জানান। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।