মাদারীপুর
কারখানায় ব্যবসায়ী, ক্ষেতে কৃষকের মৃত্যু
মাদারীপুরে অসুস্থ হয়ে কারখানায় ব্যবসায়ী ও ক্ষেতে কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকালে জেলার কালকিনি উপজেলার পশ্চিম শিকার মঙ্গলের একজন ও ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া আরেকজনের মৃত্যু হয়।
তারা হলেন, শাহাদাৎ সরদার (৫০) ও মোসলেম ঘরামী (৫৫)। শাহাদাৎ সরদার মাদারীপুরের কালকিনি উপজেলার পশ্চিম শিকার মঙ্গল গ্রামের মৃত সালাম সরদারের ছেলে। মোসলেম ঘরামী ডাসার উপজেলার মৃত ইসলাম ঘরামীর ছেলে।
পুলিশ, পারিবার ও স্থানীয় সূত্র জানায়, সকালে কালকিনির পশ্চিম শিকার মঙ্গলের প্লাস্টিক কারাখানায় ব্যবসায়ী শাহাদাৎ সরদার অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণ পর বুকে ব্যথা হলে ছটপট করে মারা যান তিনি।
অপরদিকে বাড়ির পাশের পাটক্ষেতে কাজে যান ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের কৃষক মোসলেম ঘরামী। কাজের ফাঁকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তিনিও মারা যান।
মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বলেন, দুজনের মৃত্যুর বিষয়টি নিহতের পরিবার থেকে জেনেছি। তারা জানিয়েছেন গরমে তার মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।
আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জিকেএস