দিনাজপুরে সেন্ট ফিলিপস্ কলেজ পরিদর্শনে ভ্যাটিকানের রাষ্ট্রদূত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ২৮ এপ্রিল ২০২৪

দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ মনসিনিয়র কেভিন রান্ডাল।

রোববার (২৮ এপ্রিল) সকাল ১০টায় কলেজটি পরিদর্শনে যান তিনি। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান অধ্যক্ষ ব্রাদার কাজল নিলুস কস্তা ও শিক্ষার্থীরা।

দিনাজপুরে সেন্ট ফিলিপস্ কলেজ পরিদর্শনে ভ্যাটিকানের রাষ্ট্রদূত

সভায় ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ মনসিনিয়র কেভিন রান্ডাল বলেন, মানুষের মত মানুষ হতে হলে, নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশের সেবায় নিয়োজিত থাকতে সু-শিক্ষায় শিক্ষিত হতেই হবে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রাদার কাজল নিলুস কস্তা সি.এস.সি এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুরের বিশপ সেবাস্টিয়ান টুডু, উপাধ্যক্ষ ব্রাদার বিকাশ কস্তা, প্রভাষক সুব্রত ঘোষ, দশম শ্রেণির ছাত্রী মুনতাশা প্রমুখ।

পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এমদাদুল হক মিলন/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।