মেলা থেকে গাঁজাসহ তিন কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২৯ এপ্রিল ২০২৪

জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত বৈশাখী মেলা থেকে ১১ কেজি গাঁজাসহ তিন কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ। এর আগে রোববার (২৮ এপ্রিল) রাতে উপজেলার দুরমুট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৪৫), মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের মৃত ফজলু মোল্লার ছেলে রেজাউল করিম বাদশা (৫৭), কুষ্টিয়ার মিরপুর উপজেলার খাদিমপুর গ্রামের রহিমের ছেলে উজ্জ্বল শেখ (৪০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মেলা চলাকালীন উপজেলার দুরমুট এলাকায় অভিযান চালায় মেলান্দহ থানা পুলিশ। পরে মাদক বেচাকেনার সময় মায়ের মাজার এলাকা থেকে ১১ কেজি গাঁজাসহ কারবারের সঙ্গে যুক্ত তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ জাগো নিউজকে বলেন, মেলা থেকে ১১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়।

মো. নাসিম উদ্দিন/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।