আশুলিয়ায় অপহৃত শিশু নাটোরে উদ্ধার


প্রকাশিত: ১২:০৬ পিএম, ১৯ এপ্রিল ২০১৬

ঢাকার আশুলিয়া থেকে অপহৃত শিশু মুন্নি আকতারকে (৫) নাটোরের সিংড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার পাটকান্দি গ্রামের আসলামের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় দুই অপহরণকারীকে আটক করা হয়।

আটকরা হলেন, নাটোরের সিংড়া উপজেলার পাটকান্দি গ্রামের আসলাম উদ্দিন ও সিরাজগঞ্জের এনায়েতপুরের ইসমাইল হোসেন। অপহৃত শিশু মুন্নি আকতার আশুলিয়ার টেংগুরি গ্রামের আব্দুল জলিলের মেয়ে।

সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, আশুলিয়ার টেংগুরি গ্রামের আব্দুল জলিলের বাড়িতে ভাড়া থাকতো অপহরণকারী ইসমাইল হোসেন। রোববার তিনি মুন্নিকে চকলেট খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায় তার কাছে। পরে ইসমাইল হোসেন মুন্নিকে নিয়ে নাটোরের সিংড়া উপজেলার পাটকান্দি গ্রামে তার বন্ধু আসলাম উদ্দিনের বাড়িতে নিয়ে আসে।

রোববার রাতে মোবাইল ফোনে মুন্নির বাবার কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। রাতেই বিষয়টি পুলিশকে জানালে মোবাইল ফোন ট্যাকিং করে সকালে সিংড়া উপজেলার পাটকান্দি গ্রামের আসলামের বাগিতে অভিযান চালানো হয়। এসময় আসলামের বাড়ি থেকে শিশু মুন্নিকে উদ্ধার ও দুই অপহরণকারীকে আটক করা হয়।

পরে উদ্ধার শিশু মুন্নি ও আটকদের নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।

রেজাউল করিম রেজা/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।