রেলের ভাড়া বৃদ্ধি, প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ০৪ মে ২০২৪

রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ মে) দুপুরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে রেল স্টেশনে এ কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী ও সম্পাদকমণ্ডলীর সদস্য ছাদেকুল ইসলাম মাস্টার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস উঠেছে সেই সময় ট্রেনের ভাড়া বৃদ্ধি মানুষকে সংকটে ফেলবে। পরিবহন ব্যবসায়ীদের সুবিধা করে দিতে গণবিরোধী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা।

সমাবেশ শেষে রেল স্টেশন চত্বর প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ করা হয়।

২২ এপ্রিল যাত্রীবাহী ট্রেনের রেয়াত-সুবিধা (ছাড়) প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় সরকার। শনিবার (৪ মে) থেকে এসিদ্ধান্ত কার্যকর করা হবে। এতে যাত্রীবাহী আন্তনগর, মেইল, লোকাল ও কমিউটার সব ধরনের ট্রেনের ভাড়া বেড়েছে। তবে ১০০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে ভাড়া অপরিবর্তিত থাকছে।

এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।