অভিযোগের মধ্য দিয়ে চলছে কালীগঞ্জের ইউপি নির্বাচন


প্রকাশিত: ০৫:১৮ এএম, ২০ এপ্রিল ২০১৬

আওয়ামী লীগের স্বতন্ত্র ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা রাজনৈতিক চাপ, হত্যার হুমকি ও দলীয় ক্যাডারদের ভয়ে গণসংযোগে নামতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বিএনপির কর্মী জানান, স্বতন্ত্র ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের বাড়িতে অচেনা লোক পাঠানো হচ্ছে এবং আত্মীয় স্বজনদের মারধর করা হচ্ছে অভিযোগ করা হয়েছে।

তারা একেবারেই নির্বাচনী প্রচার-প্রচরণায় নামতে পারছে না। অনেকেই এলাকা ছাড়া বলে দাবি করেন। নির্বাচনী মাঠে প্রার্থীরা অসহায় হলেও কালীগঞ্জের নির্বাচন কমিশনের তেমন কোনো ভূমিকা দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

এদিকে সাধারণ ভোটাররা জানান, ইউনিয়নগুলোর অলিগলি, গুরুত্বপূর্ণ স্থানসহ মাঠ-ঘাট ছড়িয়ে গেছে প্রার্থীদের প্রতীক, ব্যানার, ফেস্টুনে। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলছে প্রার্থীদের মাইকিং। কঠিন রোদ উপেক্ষা করে তারা চালাচ্ছেন প্রচার-প্রচারণা। দিচ্ছেন ভুরি-ভুরি প্রতিশ্রুতি ও আশ্বাস।

কালীগঞ্জ উপজেলার ইউএনও মানোয়ার হোসেন মোল্লা জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি প্রার্থীদের হুমকি ও নির্বাচনে কতিপয় মহলের প্রভাব বিস্তারের অভিযোগ সম্পর্কে বলেন, এ বিষয়ে কেউ সুনিদ্দিষ্ট অভিযোগ করলে ব্যবস্থা নিবেন।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।