জাগো নিউজে সংবাদ প্রকাশ
অবশেষে ঝিনাইদহ-যশোর মহাসড়ক মেরামতে তোড়জোড়
অবশেষে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কার্পেটিং উঠে উঁচু ঢিবির সৃষ্টি হওয়া স্থানগুলো কেটে সমান করার কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। মঙ্গলবার (৭ মে) সকাল থেকে এ কাজ শুরু করেন তারা। মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই কাজ করা হচ্ছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ব্যবস্থাপক বিমান বিশ্বাস সন্ধ্যায় মুঠোফোনে জানান, এই কাজ তাদের চলমান ছিল। তবে মঙ্গলবার আরও কিছু কাজ করা হয়েছে। তিনি আশা করছেন ২ থেকে ৩ দিনের মধ্যে অনেকটাই চলমান অবস্থার সমাধান হবে এবং আগামী এক মাসের মধ্যে স্থায়ীভাবে সমাধান করতে পারবেন তারা।
ঝিনাইদহ-যশোর মহাসড়কের কার্পেটিং উঠে উঁচু ঢিবির সৃষ্টি হয়। রোববারের ছবি।
ঝিনাইদহ-যশোর মহাসড়কের ঝিনাইদহ অংশের, বিষয়খালীর বটতলা এলাকা থেকে রাকিবের চায়ের দোকান পর্যন্ত প্রায় ১২০০ ফুট সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না। এতে সড়কের অনেক স্থানে কার্পেটিং দেবে গিয়ে উঁচু ঢিবির সৃষ্টি হয়েছে। এছাড়া সড়কের চুটলিয়া, তেঁতুলতলা, গড়িয়ালা, কয়ারগাছি, খয়েরতলাসহ কয়েকটি স্থানে একই সমস্যা।
এই বিষয়টি নিয়ে ৫ মে জাগো নিউজে সংবাদ প্রকাশিত হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে ছয় লেনের কাজের সঙ্গে যুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনভর কাজ করতে দেখা যায়। মঙ্গলবার সকালে কালীগঞ্জের খয়েরতলা, দুপুরে কয়ারগাছি ও বিকেলে বিষয়খালীতে তারা কাজ করে। ভেকু মেশিন দিয়ে সড়কের উঁচু ঢিবিগুলো কেটে সমান করে তারা।

এ বিষয়ে ওই সড়কে চলাচলকারী গড়াই বাসের চালক উজ্জল বিশ্বাস বলেন, এ রাস্তায় গাড়ি চালানো খুবই কষ্ট ছিল। হঠাৎই সকালে দেখি উঁচু-নিচু স্থানগুলো ভেকু দিয়ে কেটে সমান করা হচ্ছে। এভানে সমান না করে স্থায়ীভাবে সমাধান করলে বেশি ভালো হতো।
আরও পড়ুন
স্থানীয় এক ব্যক্তি বশির আহমেদ বলেন, এই রাস্তাটি বেশ কিছুদিন ধরেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। তবুও কর্তৃপক্ষ রাস্তাটি মেরামত করছিল না। রাস্তার বেহাল অবস্থা নিয়ে নিউজ প্রকাশের পর ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। তারপর থেকেই রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার পারভেজ জানান, বিষয়টি উইকেয়ার সেকশন (ফেজ-১) এর ছয় লেন প্রকল্পের। ফলে বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান দেখছে। তারাই সড়কটি আপাতত চলাচলের উপযোগী করার কাজ করছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের প্রজেক্ট ব্যবস্থাপক বিমান বিশ্বাস জানান, প্রায়ই সড়কটি সংষ্কার কাজ করছেন তারা। এরই অংশ হিসেবে কালীগঞ্জের খয়েরতলা, সদর উপজেলার কয়ারগাছি ও বিষয়খালীতে কাজ করা হচ্ছে। কয়েকদিনের মধ্যে সড়কের বাকি অংশের কাজ শেষ হবে।
আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/এএসএম