মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো কিশোরের
ফাইল ছবি
সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রপাতে শিমুল হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের খালে মাছ ধরতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।
শিমুল হোসেন রামনগর গ্রামের ইছার আলী ছেলে।
শিমুলের মা শিরিনা পারভিন বলেন, বাড়ির পাশের খালে মাছ ধরতে গিয়েছিল শিমুল। এসময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টি কমে গেলেও ছেলের আসতে দেরি হচ্ছে দেখে তার খোঁজ নিতে যাই। গিয়ে দেখি আমার ছেলে মাটিতে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে বাড়িতে আনি। এসময় স্থানীয় চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তারাও মৃত বলে উল্লেখ করেন।
কালিগঞ্জ থানার ওসি মো. শাহিন বলেন, হাসপাতাল থেকে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি।
আহসানুর রহমান রাজীব/এসআর/এমএস