নীলফামারী
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আরমান আলী (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১০ মে) দুপুরে উপজেলার ওয়াপদা রেলক্রসিং সংলগ্ন এলাকায় খুলনাগামী রকেট মেইলে এ দুর্ঘটনা ঘটে। আরমান ওই এলাকার সাহেবপাড়া সেলিম উদ্দিন ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আরমান দীর্ঘদিন ধরে ব্রেইন ক্যান্সারে আক্রান্ত। পরিবার সাধ্যমত চিকিৎসা করে আসছিল। তার চিকিৎসা করতে গিয়ে ইতোমধ্যে সব জমি-জায়গা শেষ হয়ে গেছে। এজন্য এ কাজ করতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম জানান, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ইব্রাহিম সুজন/আরএইচ/এএসএম