বিশ্ববিদ্যালয়ছাত্র পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১১ মে ২০২৪

দিনাজপুরে রাজনীতিবিদের ছেলে ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের ঘটনায় রাশেদুল ইসলাম নামের (২২) এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে শুক্রবার (১০ মে) ফরিদপুর জেলার একটি ভাড়া বাসা থেকে রাশিদুল ইসলামকে গ্রেফতার করে ওই তরুণীকে উদ্ধার করা হয়।

শনিবার (১১ মে) দুপুরে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুম।

রাশিদুল ইসলাম মাগুরার শ্রীপুর চাকদহ এলাকার বাসিন্দা শাহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, তিনমাস আগে ভুল নম্বর থেকে কল আসার পর কাহারোল উপজেলার এক তরুণীর সঙ্গে রাশিদুল ইসলামের পরিচয় হয়। নিজেকে সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও রাজনৈতিক নেতার ছেলে বলে পরিচয় দেয়। এরপর মোবাইলে কথা বলে ওই তরুণীকে প্রেমের ফাঁদে ফেলেন রাশিদুল। ৩ মে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসেন ওই তরুণী। রাশিদুল ইসলাম পরিকল্পনা মতো ওই তরুণীকে নিয়ে সাভার, ঢাকা, মাগুরা, ঝিনাইদহ ও পরে ফরিদপুরে একটি ভাড়া বাসায় অবস্থান নেন। এদিকে মেয়েকে খুঁজে না পেয়ে মেয়ের বাবা বাদী হয়ে কাহারোল থানায় একটি অপহরণ মামলা করেন। পরে প্রযুক্তির ব্যবহার করে শুক্রবার রাতে ফরিদপুর বাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, ঘটনার পর ওই তরুণীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর থেকে গ্রেফতারকৃত রাশিদুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে। কিন্তু তাকে গ্রেফতার করতে বেগ পেতে হয়েছে।

এসময় কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুর রহমানসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমদাদুল হক মিলন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।