গাজীপুর

শ্বশুরবাড়িতে যুবককে পিটিয়ে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ১১ মে ২০২৪

গাজীপুরের পূবাইলে শ্বশুরবাড়িতে বেড়াতে আসা যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে স্ত্রীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা দায়েরের পর শনিবার (১১ মে) সকালে তাদের গ্রেফতার করা হয়।

নিহতের নাম মো. রবিউল ইসলাম (২৮)। তিনি টঙ্গীর এরশাদনগর এলাকার তুহিন তালুকদারের ছেলে।

গ্রেফতাররা হলেন, শেরপুরের শ্রীবর্দী থানার বালুঘাট গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে (শ্বশুর) মো. আবুল কালাম আজাদ (৪৫), তার ছেলে মো. হুমায়ুন কবির (১৯), রবিউলের স্ত্রী মোসা. কারিমা (২২) ও শরীয়তপুরের আইটপাড়া গ্রামের মো. বাবুলের ছেলে মো. লিটন (৪৬)।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, এক বছর আগে পূবাইলের সাতানিপাড়া এলাকায় বিয়ে করেন রবিউল ইসলাম। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগে ছিল। গত ঈদে কেনাকাটা নিয়ে রবিউলের সঙ্গে বাগবিতণ্ডার পর স্ত্রী বাবার বাড়িতে চলে যান। গত ৫ মে রোববার দিবাগত রাতে টঙ্গী থেকে এসে রবিউল ইসলাম তার শ্বশুরবাড়িতে যান। এসময় স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে শ্বশুরবাড়ির লোকজন তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে শহীদ আহসান উল্লা মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি জানান, এ ঘটনায় একটি মামলা হয়। মামলায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।