ফল কেনাবেচা করে চলা বিধবা মা মারা গেলেন গাছ থেকে পড়ে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৫:৩০ এএম, ১২ মে ২০২৪

নড়াইলে লিচু পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক নারী ফল বিক্রেতার মৃত্যু হয়েছে। রেবেকা নামের ওই নারী বিভিন্ন মৌসুমি ফল কিনে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

শনিবার (১১ মে) দুপুরে নড়াইল পৌর এলাকার বেতবাড়িয়ায় এ দুর্ঘটনা ঘটে। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্বামীহারা রেবেকা একমাত্র সন্তানকে নিয়ে শহরের কুড়িগ্রাম এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। মানুষের গাছ থেকে লিচু, সফেদা, বেল, পেয়ারাসহ নানান মৌসুমি ফল কিনে সেগুলো বিক্রি করতেন। গাছ থেকে নিজে সেগুলো পেড়ে শহরের বিভিন্ন মোড়, ফুটপাত ও বাজারে বিক্রি করে জীবন চলতো মা-ছেলের।

শনিবার দুপুরে নড়াইল পৌর এলাকার বেতবাড়িয়ায় রসুল মিয়ার গাছ থেকে লিচু পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যান রেবেকা। তবে সেসময় ঘটনাস্থলে কেউ না থাকায় গাছতলায় এক ঘণ্টারও বেশি সময় ওভাবে পড়ে ছিলেন।

পরে এক শিশু ঘুরতে ঘুরতে সেখানে গিয়ে রেবেকাকে এভাবে পড়ে থাকতে দেখে বাড়ি ফিরে জানায়। তখন আশপাশের মানুষ তাকে উদ্ধার করলেও প্রচণ্ড বৃষ্টির কারণে তখনই হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। পরে দুপুরের পর বৃষ্টি থামলে হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।

হাফিজুল নিলু/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।