মুন্সিগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ১২ মে ২০২৪

মুন্সিগঞ্জের শ্রীনগরে হত্যা মামলায় শহিদুল ইসলাম ওরফে জহুরুলকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রোববার (১২ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মী এ আদেশ দেন।

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টু জানান, রায়ে বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছেন। আসামিকে খুঁজে বের করে রায় কার্যকরের দাবি জানান তিনি।

মামলার এজাহারে জানা যায়, ২০১২ সালের ৯ জুন সকাল সাড়ে ১০টার দিকে জেলার শ্রীনগর উপজেলার বাঘড়া নয়াবাড়ি এলাকার আরশেদ আলী বাড়ির পাশে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় একই এলাকার জনৈক জাহাঙ্গীর হোসেনের বাড়ির কেয়ারটেকার শহিদুল ইসলাম ওরফে জহুরুল পূর্ব বিরোধের জের ধরে প্রকাশ্যে আরশেদকে ধারালো কোদাল দিয়ে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার দিন দুপুরে নিহতের স্ত্রী রহিমা বিবি বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা করেন।

মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। দীর্ঘ প্রায় ১২ বছর বিচার কার্যক্রম শেষে রোববার দুপুরে আদালত আসামির ফাঁসির রায় দেন।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।