গাজীপুরে নকল শিশুখাদ্য তৈরির কারখানা সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ১২ মে ২০২৪

গাজীপুরে নকল শিশুখাদ্য উদপাদনকারী প্রতিষ্ঠান ও একটি মিষ্টির দোকানে অভিযান চালিয়েছে গাজীপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১২ মে) দুপুরে মহানগরীর বাসন থানার ইটাহাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বাসন থানার ইটাহাটা সররি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে নকল শিশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রাণসহ বিভিন্ন কোম্পানির লোগো সম্বলিত নকল জুস, চিপস, সয়াবিন তেল, চকোলেটের মোড়ক, জুসের খালি বোতল জব্দ করা হয়। অভিযানের সময় কারখানার মালিককে পাওয়া যায়নি। নকল পণ্য উৎপাদনকারী চক্রটি দীর্ঘদিন ধরে গোপনে শিশুখাদ্যসহ অন্যান্য করে আসছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কারখানাটিকে সাময়িকভাবে সিলগালা করে দিয়েছে।

এছাড়া একই এলাকায় রসের মিষ্টি নামক একটি দোকানে মেয়াদ ও মূল্যবিহীন কেক পাওয়ার অভিযোগে ওই দোকানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।