গাজীপুরে

টঙ্গী তা’মীরুল মিল্লাতের চমক, স্কুলে সেরা সফিউদ্দিন সরকার একাডেমি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ১২ মে ২০২৪

দাখিল পরীক্ষায় টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ৭৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫৭ জনই জিপিএ-৫ পেয়েছে।

রোববার (১২ মে) এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিষয়টি জানা যায়।

তা’মীরুল মিল্লাত ট্রাস্ট পরিচালিত আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিবারের মতো এবারও ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। এরমধ্যে ঢাকার যাত্রাবাড়ী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ৩৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯৯ জন জিপিএ-৫ এবং ঢাকার মাতুয়াইলে অবস্থিত তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসার ২০৫ জন পরীক্ষার্থীর ১০১ জনই জিপিএ-৫ প্রাপ্তিসহ শতভাগ উত্তীর্ণ হয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তা’মীরুল মিল্লাত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, পরিচালনা পর্ষদের নিবিড় পরিচর্যা, শিক্ষকদের আন্তরিকতা, ছাত্রদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা ও দোয়া এ ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে।

টঙ্গীর সফিউদ্দিনই সেরা

প্রতিবারের ন্যায় এবারও গাজীপুর জেলায় সেরা ফলাফল অর্জন করেছে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ৭০৭ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪১৩ জন।

টঙ্গী সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের ৪১৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন। পাসের হার ৯৭ শতাংশ। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের ৫০১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন। পাসের হার ৯৩.৬২ শতাংশ।

আমিনুল ইসলাম/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।