গাজীপুরে ট্রেনের ধাক্কায় দুই বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ১২ মে ২০২৪
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। কাওরাইদ রেলস্টেশনের সুতিয়া নদীর ওপর কাওরাইদ-গয়েশপুর রেলসেতু হেঁটে পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

রোববার (১২ মে) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কাওরাইদ রেলস্টেশনের মাস্টার এএসএম রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পরপরই একজনের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন। অপরজনের মরদেহ ঘটনাস্থলের পাশে পড়ে রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশে ট্রেনটি ছেড়ে আসে। বিকেল ৫টার দিকে কাওরাইদ স্টেশন এলাকা পার হচ্ছিল। এসময় কাওরাইদ-গয়েশপুর রেলসেতু হেঁটে পার হচ্ছিলেন দুই বৃদ্ধ। সেতুতে ওঠার পর তাদের ধাক্কা দেয় ট্রেন। এতে কাওরাইদ-গয়েশপুর সেতু থেকে সুতিয়া নদীর নিচে শুকনা জায়গায় পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান।

স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, বিষয়টি রেলওয়ে পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানানো হয়েছে।

আমিনুল ইসলাম/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।