সন্ত্রাসী কর্মকাণ্ড করে কেউ পার পাবে না: বিজিবি মহাপরিচালক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ১৩ মে ২০২৪

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে সন্ত্রাসী কর্মকাণ্ড করে কেউ পার পাবে না।

সোমবার (১৩ মে) বিকেল ৪টার দিকে বান্দরবানের থানচি-রুমা উপজেলার বিভিন্ন সীমান্ত পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কুকি-চিন সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে তারা যাতে সীমান্ত পেরিয়ে অন্যদেশে চলে যেতে না পারেন সীমান্তে তদারকি বাড়ানো হয়েছে।

নয়ন চক্রবর্তী /আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।