চাঁদপুরে ভুয়া দন্ত চিকিৎসকের কারাদণ্ড
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের মা ডেন্টাল কেয়ারের ভুয়া দন্ত চিকিৎসক শাহ পরান শেখকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল গোপন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা সহযোগিতা করেন।
ইউএনও তাপস শীল বলেন, ভুয়া চিকিৎসক শাহ পরান দন্ত চিকিৎসক না হয়েও হাজীগঞ্জের মা ডেন্টাল কেয়ারে বসে রোগী দেখতেন। চেম্বারে যেই চিকিৎসকের নাম লেখা সেই চিকিৎসকও বসেন না। বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ীর শাহ পরান শেখকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এরপর হাজীগঞ্জ বাজারের গোল্ডেন হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। হাসপাতালের এক্সরে রুমের বোর্ড চিকন থাকায় ৩০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মডেল ফার্মেসিকে পাঁচ হাজার টাকা ও কাগজপত্র নবায়ন না করায় জনসেবা ফার্মেসি মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
শরীফুল ইসলাম/আরএইচ/এমএস