মেহেরপুরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুজনকে জরিমানা


প্রকাশিত: ০৩:০২ এএম, ২১ এপ্রিল ২০১৬

নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের দায়ে মেহেরপুরে আ.লীগ প্রার্থীর সমর্থক ও এক সদস্য প্রার্থীকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুজ্জামান এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাচনে অনেক প্রার্থীর সমর্থক আচারনবিধি লঙ্ঘন করছেন এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালানো হয়। এসময় উজলপুর গ্রামে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলী মাস্টারের সমর্থক সবজি গোলাম তার বাড়ির সামনে নৌকা প্রতীকে আলোকসজ্জা করে আচারণবিধি লঙ্ঘন করেছেন। এ অপরাধে তার কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অপরদিকে একই ইউনিয়নে ৯নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আবুল কাশেম তার প্রতীক হিসেবে জীবিত মোরগ ব্যবহার করেন। এ আচারণবিধি লঙ্ঘনের দায়ে তার কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
 
আতিকুর রহমান টিটু/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।