গাইবান্ধায় কাচারি বাজারে অগ্নিকাণ্ড, ১৫ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ১৭ মে ২০২৪

গাইবান্ধা শহরের কাচারি বাজারে চুড়ি পট্টিতে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৬ মে) দিনগত রাত সাড়ে ১১টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

জানা যায়, আগুন ছড়িয়ে পড়লে প্রথমে স্থানীয়রা নেভানোর চেষ্টা করেন। পরে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে পাঁচ ইউনিটের চেষ্টায় প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে কসমেটিক, কাপড়, সুতা, শিশু খাদ্য, রেকসিন ও প্রসাধনীসহ ১৫টি প্রতিষ্ঠান।

ক্ষতিগ্রস্তরা জানান, তাদের সবকিছু শেষ হয়ে গেছে। সব মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গাইবান্ধায় কাচারি বাজারে অগ্নিকাণ্ড, ১৫ দোকান পুড়ে ছাই

গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসিম রেজা নিলু জাগো নিউজকে বলেন, আগুনের খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বেশ কয়েকটি দোকানের মালামাল পুড়ে যায়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দোকানগুলোতে বিপুল পরিমাণ আতশবাজি, পটকা ও কেমিক্যাল থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত করে পরবর্তীতে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।