বিএনপির সাবেক এমপি শহীদুল ইসলাম মাস্টারের ইন্তেকাল


প্রকাশিত: ০১:২০ পিএম, ২১ এপ্রিল ২০১৬

ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শহীদুল ইসলাম মাস্টার বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে ঢাকায় গ্যাসট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না......রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

তিনি ১৯৯১ সালে বিএনপির মনোনয়ন নিয়ে ঝিনাইদহ-৩ আসন থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করেন। এরপর তিনি তিন বার ঝিনাইদহ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আহমেদ নাসিম অনসারী/ এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।