ঘূর্ণিঝড় রিমাল

ইউনিয়ন পরিষদের গোডাউনে জলোচ্ছ্বাসের পানি, ১০০ বস্তা চাল নষ্ট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ২৬ মে ২০২৪

বাগেরহাটের মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদের ১০০ বস্তা চাল পানিতে ডুবে নষ্ট হয়েছে। রোববার (২৬ মে) দুপুরে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসে উপজেলার খাউলিয়া ইউনিয়ন পরিষদের গোডাউনে পানি ঢুকে ওই চাল নষ্ট হয়।

খাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান চাল নষ্ট হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রায় ৩০ বছর ধরে ওই গোডাউনটি ইউনিয়ন পরিষদ ব্যবহার করে আসছে। গোডাউনে ইউনিয়নের ৫১৯ জন মৎস্যজীবীর জন্য বরাদ্দের এক হাজার ৩৮৪ বস্তা চাল ছিল। হঠাৎ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পানি বেড়ে এ ক্ষতি হয়েছে। বর্তমানে বাকি চাল গোডাউন থেকে সরিয়ে ইউনিয়ন পরিষদ ও একটি মসজিদে রাখা হয়েছে।

মোরেলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার বলেন, চেয়ারম্যানের মাধ্যমে চাল নষ্ট হওয়ার খবর পেয়েছি। তালিকাভুক্ত মৎস্যজীবীরা যাতে তাদের প্রাপ্ত চাল পান, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।