চাঁদপুরে ২য় দিনের নৌ-ধর্মঘটে শ্রমিকদের বিক্ষোভ


প্রকাশিত: ০৬:০০ এএম, ২২ এপ্রিল ২০১৬

চাঁদপুরে শুক্রবার দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে নৌযান শ্রমিকদের ধর্মঘট। এতে চাঁদপুর থেকে সকল রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। অচল হয়ে পড়েছে চাঁদপুর নৌ-বন্দর।

এদিকে, শ্রমিকরা তাদের দাবি আদায়ে বন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

উল্লেখ্য, নৌ-ধর্মঘটের কারণে চাঁদপুর থেকে ঢাকা, নারায়নগঞ্জ, বরিশাল, খুলনা, ভোলাসহ অন্তত ২০টি রুটে যাত্রীবাহী লঞ্চসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে চাঁদপুর লঞ্চঘাটে আসা যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং অনেক যাত্রী ফিরে যাচ্ছেন।

ইকরাম চৌধুরী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।