মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ৩ ফার্মেসিকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ৩০ মে ২০২৪

লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ তিনটি ফার্মেসির ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহাকারী পরিচালক নুর হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অধিদপ্তর সূত্রে জানা যায়, বিকেলে জেলা শহরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মাহমুদ ফার্মেসিকে পাঁচ হাজার, ভূঁইয়া ফার্মেসিকে ২০ হাজার ও স্টার কে এস ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ৩ ফার্মেসিকে জরিমানা

এ বিষয়ে নুর হোসেন বলেন, জনস্বার্থে ভোক্তা অধিকার কাজ করে যাচ্ছে। লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও রামগতি সড়কে আমরা অভিযান পরিচালনা করি। মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কাজল কায়েস/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।