ঈশ্বরদীতে রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে কলাবাগানে কাজ করার সময় বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়ে হাফিজুর রহমান (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ মে) নিজ বাড়িতে তিনি মারা যান। হাফিজুর রহমান উপজেলার সাহাপুর ইউনিয়নের দীঘা গ্রামের আফসার হোসেন খানের ছেলে।
নিহতের মামাতো ভাই আব্দুল মজিদ জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে দাদাপুর পদ্মার চরে কলাবাগানে কাজ করছিলেন হাফিজুর রহমান। এসময় তাকে বিষধর রাসেল ভাইপার সাপ কামড় দেয়। পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে বিষ নিষ্ক্রিয় করার ভ্যাকসিন দেওয়া হয়। রাতে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে নিজ বাড়িতে আনা হয়। শুক্রবার সকালে তার অবস্থার অবনতি হলে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম শামীম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
শেখ মহসীন/এসআর/এএসএম