ঝিনাইদহে শ্বাসরোধে প্রাক্তন স্ত্রীকে হত্যা


প্রকাশিত: ০৩:২৯ এএম, ২৩ এপ্রিল ২০১৬
প্রতীকী ছবি

ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌর এলাকায় নিপা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে প্রাক্তন স্বামী। এ ঘটনায় ঘাতক ঠান্ডুকে আটক করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে হরিণাকুন্ডু গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ নিপা খাতুন একই উপজেলার ফয়েজ উদ্দিনের মেয়ে।

হরিণাকুন্ডু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, কয়েক বছর আগে একই গ্রামের ঠান্ডু আলীর সঙ্গে নিপার বিয়ে হয়। পারিবরিক কলহের কারণে এক পর্যায়ে তাদের মধ্যে তালাক হয়। তবে তালাকের পরও তাদের মধ্যে বিভিন্ন সময়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই এক পর্যায়ে গতরাতে ঠান্ডু তালাকপ্রাপ্ত স্ত্রী নিপাকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় ঠান্ডুকে আটক করা হয়েছে।

আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।