পানিসম্পদ প্রতিমন্ত্রী

আলাদিনের চেরাগ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার উপায় নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৫:৪৩ এএম, ০৩ জুন ২০২৪
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘নদী ভাঙন, বন্যা, ঘূর্ণিঝড় নিয়েই আমাদের বসবাস করতে হয়। আলাদিনের চেরাগ ছাড়া এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা পাওয়ার উপায় নেই।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নদী ভাঙন এলাকায় প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও ড্রেজিং করে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছি। অতীতে কোনো সরকার কিন্তু কোনো কাজ করেনি।’

রোববার (২ জুন) দুপুরে হেলিকপ্টারে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এরপর রৌমারী উপজেলার সোনাপুর হাইস্কুল মাঠে সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘কুড়িগ্রামে বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে। বাংলাদেশের সব জায়গায় নদী ভাঙন হয়। সব জায়গায় নজর দিতে হয়। সে তুলনায় কুড়িগ্রাম- গাইবান্ধা পিছিয়ে নেই। ধৈর্য ধরতে হবে, রাতারাতি সব ঠিক হয়ে যাবে না।’

এসময় প্রশ্ন করা হলে তিস্তা প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

সুধী সমাবেশে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৪ আসনের এমপি বিপ্লব হাসান পলাশ, কুড়িগ্রাম- ৩ আসনের এমপি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, গাইবান্ধা-৫ আসনের এমপি মাহমুদ হাসান, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আ ল ম বজলুর রশিদ, রংপুর বিভাগের প্রধান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মো. রাকিব হাসান প্রমুখ।

ফজলুল করিম ফারাজী/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।