ব্রাহ্মণবাড়িয়ায়

জাল ভোট দেওয়ার সময় আটক তিনজনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ০৫ জুন ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় জাল ভোট দেওয়ার চেষ্টার অপরাধে তিনজনকে সাতদিন করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৫ জুন) দুপুরে শহরের মেড্ডায় পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন, শহরের পশ্চিম পাইকপাড়ার আবুল হোসেনের ছেলে আব্দুস সামাদ মেরাজ, একই এলাকার শামীম মিয়ার ছেলে স্বপন মিয়া ও মধ্য মেড্ডার জিল্লু মিয়ার ছেলে কামাল মিয়া।

শ্যামল চন্দ্র বসাক জানান, জাল ভোট প্রদানের অপরাধে ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে তাদের প্রত্যেককে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।