ওভারটেক করতে গিয়ে লাশ হলেন মোটরসাইকেল আরোহী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১০ জুন ২০২৪

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ি ওভারটেক করতে গিয়ে মো. বিল্লাল (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১০ জুন) সকালে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা এলাকার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল ঢাকার ডেমরা উপজেলার ২৩/১১ বাদশা মিয়া রোডের মুসলিম নগর এলাকার আনিস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে একটি মোটরসাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছিলেন বিল্লাল। পথে মহাসড়কের সরাতৈল এলাকায় মোটরসাইকেলটি উত্তরবঙ্গগামী একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই মারা যান বিল্লাল। খবর পেয়ে মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী জানান, ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরিফ-উর রহমান টগর/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।