সাতক্ষীরায় বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:২০ পিএম, ২০ জুন ২০২৪

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে নেবুবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাবুরা ইউনিয়নের পার্শ্ববর্তী কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ঘড়িলাল গ্রামের মোহাম্মাদ গাজীর ছেলে এনায়েত আলী (৪৫) এবং একই গ্রামের আল আমিনের ছেলে নাজমুল (১১)।

স্থানীয়রা জানান, হতাহতরা বৃষ্টির মধ্যে একটি মৎস্য ঘেরের ঘরে আশ্রয় নেন। এসময় হঠাৎ বজ্রপাতে এনায়েত ও নাজমুল ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া নিহত নাজমুলের দাদা মুছা গাজীর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম জাগো নিউজকে বলেন, বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের স্বজনেরা তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন। তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আহসানুর রহমান রাজীব/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।