চাঁদপুর

নিষেধাজ্ঞা অমান্য করায় ১৫ বাল্কহেড জব্দ, আটক ২৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ২৩ জুন ২০২৪

নিষেধাজ্ঞা অমান্য করায় চাঁদপুরের মেঘনা নদী থেকে ১৫টি বাল্কহেডসহ ২৩ জনকে আটক করেছে নৌ পুলিশ। রোববার (২৩ জুন) সকাল পর্যন্ত জেলার নৌ সীমানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মো. শাহীন (৩২), মো. দিদার (২২), মো. শরিফ (৩২), মো. সোহেল (৩০), মো. মাঈন উদ্দিন (২৮), মো. শহিদুল (৪২), মো. আরিফুল হোসেন (৩৩), মো. শহিদুল ইসলাম (৫০), মো. আল আমিন (৩৮), মো. আমির হোসেন গাজী (৬৫), মো. স্বপন (২৮), মো. গিয়াস উদ্দিন (২৮), মো. ফিরোজ (২৭), মো. মিজান (৩৫) ও মো. সুমন (২৮)। তারা নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, চাঁদপুর ও বরগুনার বাসিন্দা বলে জানা গেছে।

নিষেধাজ্ঞা অমান্য করায় ১৫ বাল্কহেড জব্দ, আটক ২৩

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুজ্জামান জানান, ঈদুল আজহায় যাত্রীবাহী লঞ্চ নির্বিঘ্নে চলাচল নিশ্চিতে বাল্কহেডের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেই মোতাবেক মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে নৌ পুলিশ। আটকদের বিরুদ্ধে বাল্কহেডের কাগজপত্র গরমিল ও চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শরীফুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।