সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৪ জন নিহত
প্রতীকী ছবি
সুনামগঞ্জের ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার চামারদানী ইউনিয়নের রামদিঘা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জগদিশ সরকার (৭০), তার স্ত্রী রিতা সরকার (৩৫), ছেলে রঞ্জিত সরকার এবং মেয়ে সোনালী সরকার (১০)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রামদিঘা গ্রামের রঞ্জিত সরকার তার বাড়ির উঠানে মুড়ি খাওয়ার সময় পল্লীবিদ্যুতের তার ছিড়ে পড়ে। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। ছেলেকে বাঁচাতে গিয়ে একে একে জগদিশ সরকার, তার স্ত্রী ও মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
চামারদানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্না বিষয়টি নিশ্চিত করেছেন।
মধ্যনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনস্থলে পুলিশ যাচ্ছে।
এসএস/পিআর