বাগেরহাটে সাড়ে ৬১ হাজার নকল বিড়ি জব্দ, লাখ টাকা জরিমানা
নকল বিডি জব্দ করছেন ভ্রাম্যমাণ আদালত
বাগেরহাটের মোল্লাহাটে সাড়ে ৬১ হাজার নকল বিডি জব্দ করে এক প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ জুলাই) দুপুরে উপজেলার কুলিয়াবাজার এলাকায় অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি জানান, নকল ব্যান্ডরোল ব্যবহার করে সোনালী বিড়ি তৈরির অপরাধে মেসার্স নিপা বিড়িকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন।
পরে ৬১ হাজার ৫৫০ নকল বিড়ি স্পটে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরএইচ/এমএস