সিরাজগঞ্জ

ভুয়া ভাউচারে অর্থ আত্মসাতের অভিযোগ, বিদ্যালয়ে দুদকের অভিযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ১১ জুলাই ২০২৪

সিরাজগঞ্জের শাহজাদপুরের পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ে অনিয়ম ও ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শাহজাদপুর উপজেলার পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্যদের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনায় অনিয়ম ও ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার অভিযানটি চালানো হয়। এ সময় প্রধান শিক্ষকের কাছ থেকে প্রতিষ্ঠানের ব্যয় সংক্রান্ত বিল-ভাউচার, ব্যাংক হিসাব বিবরণী, ক্যাশ বইসহ অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। এছাড়া ওই প্রতিষ্ঠানে কর্মরত অন্যান্য শিক্ষক ও কর্মচারী, অধ্যয়নরত শিক্ষার্থী ও অভিভাবকদের বক্তব্য গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, এসব সংগৃহীত রেকর্ডপত্র ও বক্তব্য যাচাইয়ের আলোকে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

এম এ মালেক/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।