গাঁজা সেবন করে মাজারে ঘুমাচ্ছিলেন ১৮ মামলার আসামি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ১১ জুলাই ২০২৪
গ্রেফতার খোকন মিয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে হত্যা, অস্ত্র, মাদক ও গরু চুরিসহ ১৮টি মামলার পলাতক আসামি খোকন মিয়াকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার খরমপুর কেল্লা শহীদ (র.) মাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার খোকন সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাছাইট গ্রামের মৃত আব্দুল হাশিমের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র বনিক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, খোকন মিয়া পুলিশের তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে মাদক, গরু চুরি, হত্যা, অস্ত্রসহ ১৮টি মামলা রয়েছে। কোরবানির ঈদের আগেও একটি খামার থেকে চারটি গরু চুরি করেছিলেন। এসব মামলায় তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছিল। বৃহস্পতিবার দুপুরে আখাউড়ায় মাজারে গাঁজা সেবন করে ঘুমন্ত অবস্থায় তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।

পুলিশ কর্মকর্তা সুমন চন্দ্র বনিক বলেন, আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তাকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ড আবেদন করা হবে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।