সিরাজগঞ্জ

মাঝরাতে পাওয়া তিন শিশুর স্বজনদের সন্ধান চায় পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:২০ পিএম, ১৩ জুলাই ২০২৪

সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় তিনজন শিশুকে পাওয়া গেছে। এদের একজনের নাম আল-আমিন। তার বয়স ১২ বছর। এছাড়া আনুমানিক ১০ বছর বয়সী মোহাম্মদ আসিফ ও জিসান তাদের নিজের নাম ও বাবার নাম বললেও বাড়ির ঠিকানা সম্পর্কিত কোনো তথ্য দিতে পারেনি।

এই তিন শিশুকে সিরাজগঞ্জ সদর থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প সেন্টারে রাখা হয়েছে।

থানার হেল্প সেন্টার সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ জুলাই) রাত দেড়টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকা থেকে এ তিন শিশুকে উদ্ধার করা হয়। তবে আল-আমিন নামের শিশুটি নিজের পরিচয় দিতে পারলেও বাকিদের পরিচয় জানা যায়নি।

শনিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে জানান, ওই তিন শিশুকে থানায় নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। যদি কোনো ব্যক্তি এই তিন শিশুকে চিনতে পারেন বা কোনো তথ্য থাকে তাহলে সিরাজগঞ্জ সদর থানার ০১৩২০১২৯৫২৮ অথবা ডিউটি অফিসার ০১৩২০১২৯৫৯৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এম এ মালেক/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।